বন্ধুত্ব, ভালবাসা - সুখী মানুষ

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, 16 October 2017

বন্ধুত্ব, ভালবাসা


                                 বন্ধুত্ব, ভালবাসা

মোঃ জহিরুল ইসলাম

বন্ধুত্ব কি? বন্ধুত্ব বলতে আমি যা বুঝি সেটা হল দুটি মানুষের মধ্যে আত্নিক সম্পর্ক, যেখানে থাকেনা কোন হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, পরশ্রীকাতরতা নিখাদ বন্ধুত্ব হচ্ছে সেই সম্পর্ক যেখানে একজন আরেকজনকে নিস্বার্থভাবে সাহায্য করে, সুসময়ে, দুঃসময়ে, সবসময় তার পাশে থাকে একজন খাঁটি বন্ধু কখনও হিংসার বশবর্তী হয়ে তার বন্ধুর অমঙ্গল চাইতে বা করতে পারেনা, যদি তা করে, তাহলে সেটি বন্ধুত্ব না বন্ধুত্ব অনেক রকমের হয় ; পিতা-মাতার সাথে সন্তানের বন্ধুত্ব, শিক্ষকের সাথে ছাত্রের বন্ধুত্ব, একজন সহপাঠীর সাথে আরেকজন সহপাঠীর বন্ধুত্ব এরকম আরো অনেকরকমের বন্ধুত্ব হতে পারে
আমি অনেককে বলতে শুনেছি যে, পৃথিবীতে একমাত্র পিতা-মাতার সাথে যে বন্ধুত্ব হয়, শুধুমাত্র সেখানেই কোন স্বার্থ কাজ করেনা, পিতা-মাতারা তাঁদের সন্তানকে নিঃস্বার্থভাবে ভালবাসেন পৃথিবীর অন্য সব সম্পর্কের মাঝে নাকি কোন না কোন স্বার্থ কাজ করে আমি জানিনা কথাটা কতটুকু সত্যি তবে পৃথিবীর মানুষের মধ্যে যত রকমের সম্পর্ক হতে পারে, তার মধ্যে পিতা-মাতার সাথে সন্তানের সম্পর্ককে আমি সবার উপরে স্থান দেব কারণ তাঁরাই তো আমাদের জন্ম দিয়েছেন, তাঁদের চেয়ে আপন তো আর কেউ নেই আমাদের, তাই না?
অনেকে বলে থাকেন একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে প্রেম ছাড়া অন্য কোন সম্পর্ক হতে পারেনা, শুধুমাত্র ভাল বন্ধুত্ব নাকি একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে হতে পারেনা আমি এই কথাটা মোটেই বিশ্বাস করিনা একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে কোন সম্পর্ক হলেই যে সেটি প্রেম ছাড়া অন্য কিছু হতে পারবেনা, এমন ধারনা ঠিক না ছেলে-মেয়ের মধ্যে সুন্দর এবং খাঁটি বন্ধুত্বের সম্পর্ক হতেই পারে এমন অনেক সময় দেখা যায় যে, মানুষ তার প্রেমিকার কাছে যে কথাটা বলতে পারেনা, সেটা সে তার মেয়ে বন্ধুর সাথে শেয়ার করতে পারে প্রত্যেক মানুষের জীবনে বন্ধুত্ব খুবই প্রয়োজনীয় একটা জিনিস বন্ধু ছাড়া মানুষ চলতে পারেনা জীবনের চলার পথে প্রত্যেক মানুষেরই বন্ধুর প্রয়োজন

No comments:

Post a Comment

Thanks For Comment........

Post Bottom Ad

Responsive Ads Here

Pages