অপেক্ষা - সুখী মানুষ

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 17 February 2018

অপেক্ষা

যদি আপনি জীবনে বার বার আঘাত
পেতে থাকেন তবে তার জন্য
নিজেকে দোষী ভাববেন না।
কষ্ট পাবেননা শুধু মনে রাখবেন,
যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি,
সেই গাছটিতেই সবচেয়ে বেশি বারপাথর ছুড়ে মারা হয়।
তাইতো তোমাকে আর কখনো
ফিরে আসতে বলবো না ...
বলবো না অপেক্ষা করতে ...
দিবো না তোমায়
কোনো দোষ ......
বলবো না আমিও নির্দোষ ...
শুধু এটুকুই বলবো
আমি তোমায় আজও
আগের মতোই মিস
করি রোজ .......!!!

No comments:

Post a Comment

Thanks For Comment........

Post Bottom Ad

Responsive Ads Here

Pages